আগামী ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশে আস্তে আস্তে জমে উঠছে নির্বাচনী প্রচারণা।এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৩৭ আসনে চুরান্ত প্রার্থী ঘোষণা দিয়েছে।এরই মধ্যে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ।মনোনীত হওয়ার পর থেকেই ৮ আসনে তিনি নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন।
প্রচারণার ধারাবাহিকতায় আজকে নির্বাচনী প্রচারণার গণসংযোগ করতে গিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত সাংসদ প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহতের তথ্য পাওয়া গেছে। বুধবার, ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী পূর্ব মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি নাম না জানানোর শর্তে জানান, ইমন ও রায়হান নামের দুই বন্ধুকধারি ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ার বাবলার বুকে গুলি ঠেকিয়ে টানা গুলি করতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আতংকিত লোকজনের ছুটাছুটির সময় এরশাদ উল্লাহ এর পায়ে গুলিবিদ্ধ হয়।’
স্থানীয় নেতাকর্মীরা তাকে সাথে সাথে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্হানীয় একটি মেডিকেলে ভর্তি করান।
বর্তমানে এরশাদ উল্লাহর শারীরিক অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে