বিজয় রেলি শেষে শহীদ মিনারে ফুল দিয়ে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR পরিবার
◾সৌরভ ভট্টাচার্য ▪️স্টাফ করোসপন্ডেন্ট
আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস।ইতিহাস স্বাক্ষরিত ঐতিহাসিক এই দিনটি বাঙালির সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জনের দিন।৩০ লক্ষ সূর্য সন্তানদের শহীদের বিনিময়ে আর কয়েক লক্ষ মা বোনদের আত্মত্যাগের দামে কেনা বাঙালির এই মহান অর্জিত দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকে পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR পরিবার সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধান্জলী জানিয়েছে।
শুরুতেই লালদিঘির পার হয়ে শান্তিপূর্ণ একটি রেলি নিয়ে সংগঠনের সবাই শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এই সময় রেলিতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরি,সংগঠনের প্রাউড মেম্বার ও মানবিক নেতা মো: শাহাদাত হোসেন,মো: শাহীন মাহমুদ,মামুনুর রশিদ মামুন,মো:তানবির আহমেদ, শ্রমিক নেতা মো: সুমন জসীম মো: রাশেদুল রাহুল,মো:ফয়সাল মুন এবং সংগঠনের নারী সমন্বয়ক জুলি আক্তার, নুসরাত নিশা,মাসুদা রেক্সনা,আরজু আক্তার,তানহা আক্তার সহ অন্যান্য সদস্যরা
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর
উপস্থিত সংগঠনের সকল সদস্যের উদ্দেশ্যে PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন আজকের বাঙালির বিজয়’র উল্লাস এত সহজ হতো না। যদি না আমাদের এই দেশের স্বাধীনতা জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বীর সূর্য সন্তানরা তাদের জীবন বলিদান না দিত।মহান এই বিজয়ের মাসে আমাদের অহংকারের মাস।আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে আমার এই পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR পরিবারের পক্ষ থেকে সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি।সকলের উচিত আমাদের এই প্রিয় বাংলাদেশের সকল বাঙ্গালীদের স্বাধীনতার জন্য কাজ করে যাওয়া।তাদের মানব অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখা।প্রত্যেকে প্রত্যেকের বিপদে আপদে ছুটে আসা।
এ স্বাধীন রাষ্ট্রে আমরা সবাই বাঙালি সবাই ভাই ভাই। এই মহান বিজয়ের মাসে আমাদের প্রত্যেকের উচিত একটা শপথ গ্রহণ করা আর সেটা হচ্ছে সকল সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।সহযোগিতার হাত বাড়ানো