বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বিশ্বখ্যাত বাটা ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধন

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️বিশেষ প্রতিনিধি / ২১৬ Time View
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

দেশের শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ড বাটা এখন চট্টগ্রামের সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুক্ত হলো আরেকটি রিটেইল ব্রাঞ্চ

বৃহস্পতিবার বিকাল পাঁচটায় নগরীর চকবাজার বালি আর্কেডের ষষ্ঠ তলায় উদ্বোধন করা হয়েছে বাটা’র নতুন শোরুমের।

এ সময় পুরে বালি আর্কেড মার্কেটজুড়ে শুভাকাঙ্ক্ষীদের অনেক
সমাগম লক্ষ্য করা যায়।

বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটা ব্র্যান্ডের হেড অব মার্কেটিং নুসরাত হাসান,রিটেইল ডিরেক্টর আরফান।আর বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেল বাটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী সাবিলা নূর।

নতুন এই শোরুমে ক্রেতারা পাবেন আন্তর্জাতিক মানের জুতা, ব্যাগ এবং লাইফস্টাইল পণ্যের বৈচিত্রময় সংগ্রহ।
এসময় আগত অতিথিরা বাটা’র নতুন শোরুমের উত্তরোত্তর সফলতা ও ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,ডিসট্রিক্ট ম্যানেজার মো: মমিনুল হাসান,সাইফুল ইসলাম,বাটা অফিসার ব্রাঞ্চ ম্যানেজার
মো:সাদ,সনজ্য় দাশ গুপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category