নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজার সংলগ্ন ২ নম্বর গলিতে জনপ্রিয় সুপার শপ ‘ভাই ভাই স্টোর’-এ মধ্যরাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকানের উপরের দিকের এডজাস্ট ফ্যান ভেঙে কৌশলে ভেতরে প্রবেশ করে আনুমানিক ৫–৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
দোকান মালিক মোজাম্মেল জানান, “রাতের সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে একজাস্ট ফ্যান খুলে ভেতরে ঢুকে মালামাল সরিয়ে নিয়েছে। বিষয়টি দেখেই বোঝা যায়, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ।”
এই দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে দোকান মালিক মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং শিগগিরই থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।