রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মো. শফি (৬৫) নামের এক নৈশপ্রহরী ও হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে মো. আলী আকবর (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন মো. শফি। পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি।
শনিবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় লোকজন চারা বটতল বাজারসংলগ্ন একটি ঝোপের পাশে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শফি’র চোখ উপড়ে ফেলা হয়েছে, শরীরে ক্ষতচিহ্ন রয়েছে।
নিহত মো. শফি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ওয়াহেদেরখীল এলাকার বাসিন্দা। তিনি চারা বটতল বাজারে এক বছর ধরে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।
অপরদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় ফটিকা ইউনিয়নের কামাল পাড়ার একটি ভাড়া বাসার ছাদে ঝুলন্ত অবস্থায় মো. আলী আকবরের লাশ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
তিনি রাঙ্গুনিয়ার দক্ষিণ ঘাগড়া খিলমোগল বাদামতল এলাকার বাসিন্দা ছিদ্দিক আহমদের পুত্র।
জানা যায়, আলী আকবর ৪ মাস পূর্বে প্রবাস থেকে দেশে ফিরেন। স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননীকে বিয়ে করে ওই এলাকার ভাড়া বাসায় বসবাস করছিলেন। পরিবারের সাথে তার যোগাযোগ ছিল না। কয়েকদিন আগে রাঙ্গুনিয়ায় গিয়েছিলেন।
সেখান থেকে ভাড়া বাসায় ফিরে রাতে আত্মহত্যা করেন।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আনিস জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা নাকি হত্যা- তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।