চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সিস্টেম তার নিজস্ব নিয়ম ও গতিতে চলবে। কেউ সেটিকে ব্যক্তিস্বার্থে চালাবে না। প্রত্যেক কর্মকর্তা পরিবর্তনের অংশীদার হবেন এবং সেই পরিবর্তন হবে ইতিবাচক পরিবর্তন। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং একটি মানবিক সমাজ বিনির্মাণ করা।
সোমবার (৮ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এ সফরের শুরুতে জেলা প্রশাসক চন্দনাইশ উপজেলা পরিদর্শন করেন এবং পরে পটিয়া উপজেলার বিভিন্ন দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, আমরা যদি এই পরিবর্তন আনতে ব্যর্থ হই, তাহলে যে সমাজ ও রাষ্ট্রকে আমরা স্বপ্ন দেখি, সেই কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে না। মানুষের মধ্যে যদি মানবতা ও বিবেকবোধ না থাকে, তবে তাকে যতই ‘আশরাফুল মাখলুকাত’ বলা হোক না কেন, প্রকৃত অর্থে সেই মানুষের কোনো মূল্য নেই।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং সরকারি প্রতিষ্ঠানে আগত সেবা প্রত্যাশীগণকে আন্তরিকতার সাথে যথাযথ সেবা প্রদান নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
মতবিনিময় সভার পরপরই উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল, ৬ জনকে সুবর্ণ নাগরিক কার্ড এবং ১০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া, ৪০ জন এতিম শিশুদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সভাশেষে তিনি চন্দনাইশ উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে চট্টগ্রাম-১৪ আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে চন্দনাইশ উপজেলার পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।
চন্দনাইশ উপজেলা পরিদর্শন শেষে জেলা প্রশাসক পটিয়া উপজেলা পরিদর্শন করেন। তিনি পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পটিয়া থানা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পটিয়া থানা পরিদর্শনকালে তিনি থানার অস্ত্রাগার পরিদর্শন এবং ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন। পরে পটিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ অবস্থানে থেকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক দুই উপজেলাতেই বিভিন্ন সামাজিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি হাবিলাসদ্বীপ সরকারি শিশু পরিবারের খেলার মাঠ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।