বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস’র মানববন্ধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

শাহীন মাহমুদ◾স্টাফ রিপোর্টার / ৮১ Time View
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

শাহীন মাহামুদ▪️মহানগর প্রতিনিধি

◾এদেশের প্রত্যেক মানুষের উচিত সকল অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও সহযোগিতার হাত বাড়ানো:জাহিদুল করিম কচি ▪️ নবনির্বাচিত সভাপতি”চট্টগ্রাম প্রেস ক্লাব ও আবাসিক সম্পাদক দৈনিক আমার দেশ

◾এই দেশ আমার” মানুষ হিসেবে এই দেশের প্রতি দায়িত্বও আমার : কামরুল কায়েস চৌধুরী▪️চেয়ারম্যান”পিচইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস

শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য রেলি ও মানববন্ধনের  মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালন করল পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস।

গত ১০ই ডিসেম্বর রোজ বুধবার দুপুর তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR  চট্টগ্রাম বিভাগীয় টিমের  উদ্যোগে ভিন্নধারার এই আয়োজন করা হয়।

প্রায় চারশত সুবিধা ও অধিকার বঞ্চিত  প্রতিবন্ধী,পথশিশু, অনাথ ছেলে মেয়ে ও গরীব পুরুষ মহিলাদেরকে নিয়ে এই ভিন্নধারার  মানববন্ধন ও রেলির আয়োজন করেন চট্টগ্রাম PIHR টিম।

প্রোগ্রামের শুরুতেই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সবাই দাঁড়িয়ে মানববন্ধন করেন।
এ সময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, PIHR সংগঠনের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, ভাইস চেয়ারম্যান হেলাল শিকদার, জেনারেল সেক্রেটারি এডভোকেট তৌফিক, জয়েন্ট সেক্রেটারি এডিশনাল পাবলিক প্রসিকিউটর  অ্যাডভোকেট আয়াতুল্লাহ, এড.জামাল,এড.আনোয়ার সহ সংগঠনের অন্যতম সদস্য অঞ্জন দাস, মো:রাসেল, মো:মামুনুর রশিদ মামুন,মো: ইমরান,মো: তানবির,পূর্ণিমা,মো: তুহিন,মো শাহীন, মো শাহেদমো শিফাত,মো নাহিদ, জুলি,
রোকসানা,আনোয়ারা,তানহা,রুম্পী,আরজু,তানসি,টিনা,সুরাইয়া আক্তার, ,জাহানারা বেগম ,আবু সাঈদ মুসা ,মেহেদী হাসান রাসেল ,আসাদুল হক আসাদ সহ সংগঠনের আরো অনেক সদস্য সদস্যাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাদা কবুতর উড়িয়ে আয়োজনের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথি বক্তব্যে বলেন আজ এই বিশ্বমানবাধিকার দিবসের মহান এই দিনে আজকের এই আয়োজনের জন্য আমি উক্ত সংগঠনের সকল সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দেশের প্রত্যেকটা মানুষের উচিত সকল অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তাদের প্রতি মানবিক হওয়া ও সহযোগিতার হাত বাড়ানো।আমি বিশ্বাস করি পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এদেশের অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।এ সংগঠন শুধু চট্টগ্রাম নয় একসময় পুরো বাংলাদেশজুড়ে  আলোড়ন সৃষ্টি করবে।

উক্ত অনুষ্ঠানে PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী বলেন আমার এই দেশের মানুষ বড়ই শান্তি প্রিয়। কিন্তু সেই শান্তি প্রিয় মানুষগুলোর অনেকে আজ বড়ই অবহেলিত ও লাঞ্ছিত। আমি গত ১৫/২০ বছর ধরে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের পাশে থেকে সকল ধরনের মানবিক কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি মানুষ কি পরিমান অবহেলিত লাঞ্ছিত ও সুবিধা বঞ্চিত। আমি সেই লাঞ্ছিত মানুষগুলোর দুঃখের কথা, কষ্টের কথা আন্তরিকভাবে শোনার চেষ্টা করেছি।

আমি দেখেছি এই অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষগুলোর চাহিদা আকাশ সমান নয়। তারা অল্পতেই অনেক খুশি।তারা দুই বেলা দুই মুঠো খেতে চাই, পরনের সাধারণ কাপড় চাই, মাথা গোজার একটু ঠাই চাই।তারা চাই অসুস্থ হলে যেন কেউ পাশে দাঁড়িয়ে একটু চিকিৎসার হাত বাড়িয়ে দেয়, তাদের ছেলে মেয়েরা যেন পড়ালেখা করতে পারে যেন একটু শিক্ষার আলো পাই। শুধুমাত্র এতোটুকুই চাওয়া তাদের। বলতে গেলে এই সাধারন মানুষগুলোর চাওয়া সত্যিই অতি সাধারন। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক চিন্তা করে দেখেছি,আসলে তো এই চাহিদাগুলো তাদের কোন আকাশ কুসুম কল্পনা নয়।এগুলো তাদের মৌলিক অধিকার ও ন্যায্য চাওয়া। আর আমি সেই চিন্তা করেই এবং আমার ব্যক্তিগত দিক থেকে মানবিকতার কথা চিন্তা করে আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তাদের এই ন্যায্য চাওয়ার কণ্ঠস্বর হয়ে এবং তাদের পরম বন্ধু হয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

বক্তব্যে তিনি আরো বলেন, আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের স্বাবলম্বী ও বিত্তবানদের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই এটাই যে “আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র একটু প্রচেষ্টায় ঘুরে দাঁড়াতে পারে এদের জীবন আর পরিবর্তন হতে পারে এদের ভাগ্য।আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই দেশ আমার “মানুষ হিসেবে এই দেশের প্রতি দায়িত্বও আমার।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও তাদের বক্তব্যে সমাজের সকল বিত্তশালীদের এই সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান এবং মানববন্ধন শেষে অতিথিরা সহ সবাই মিলে বিভিন্ন মানবিক শ্লোগান দিয়ে জামালখান প্রেসক্লাবের সামনে থেকে রেলি নিয়ে চেরাগি পাহাড়ের মোড় ঘুরে জামালখান মোর পর্যন্ত এসে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category