বোয়ালখালীতে ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৩৮তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজ প্রাঙ্গনে আয়োজিত তাঁবু জলসার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট সম্পাদক ও কলেজর প্রাক্তন সিনিয়র রোভার মেট এসএম শাহে নেওয়াজ আলী মির্জা।
রোভার স্কাউট লিডার (আরএসএল) সুব্রত চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাদ্দাম হোসেন, ইমরান হোসেন, আবু কাইয়ুম ও পাভেল মহাজন।
অনুষ্ঠানে আঞ্চলিক সম্পাদক এসএম শাহে নেওয়াজ আলী মির্জা ও ২০২৩ সালের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনকারী কলেজের প্রাক্তন রোভার মেট পাভেল মহাজনকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে এসআরএম মো. বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেসমিন আকতার, শাহিন আক্তার, সৌরভ দত্ত, হৃদয় নাথ, লালন, অর্ক ও ইসমাম।
এতে ১২ জন গার্ল ইন রোভার ও ৮ জন রোভার সহচর দীক্ষা গ্রহণ করেন।