শিরোনামঃ
র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিএনপি আমলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠেনি: মেয়র শাহাদাত গুলি-বিস্ফোরণ আতঙ্কে টেকনাফবাসী, রাত হলেই উৎকণ্ঠা জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চট্টগ্রামের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন ‘নগর সরকার’: চসিক মেয়র ডা. শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট :: / ৪৮ Time View
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

টেকসই উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে ক্লিন, গ্রীন ও হেলদি সিটি হিসেবে গড়তে নগর সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

শুক্রবার সন্ধ্যায় নগরের বলুয়ারদীঘি পাড় অভয়মিত্র মহাশ্মশান মন্দিরে শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৯তম তিরোধান দিবস উপলক্ষে বার্ষিক মহোৎসব উপলক্ষে সনাতন ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এই শহরকে ক্লিন, হেলদি ও গ্রীন সিটি করতে চাই। একইসাথে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যাতে শহরের সকল ধর্মের লোক নিরাপদে বসবাস করতে পারে।

 

লন্ডন বা কানাডায় দেখবেন, সিটি গভর্নেন্স আছে। তাই টেকসই উন্নয়নের জন্য একটি শক্তিশালী ‘নগর সরকার’ (City Government) অপরিহার্য, যা ছাড়া পরিকল্পিত ও সমন্বিত নগর গড়া সম্ভব নয়, কারণ বর্তমানে চসিকের সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্ব নেই, যা একটি পূর্ণাঙ্গ নগর সরকারের থাকা উচিত। তবে আমার সবটুকু দিয়ে শহরকে আধুনিক নগরে পরিণত করতে চাই।

সভায় অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষদে’র সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান, সাবেক কমিশনার ইসমাইল বালি, আনোয়ার হোসেন লিপু সহ পরিষদের নেতৃবৃন্দরা।

 

সভার শুরুতে সাধু-সন্ন্যাসীগণ কর্তৃক প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

 

ডা. শাহাদাত বলেন, এই মন্দিরে সৌরভ অনেক কাজ করেছেন। আমাদের ইসলাম ধর্মের কোরআনে আছে- প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ নিতে হবে। যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে।

 

 

তাই সনাতনীদের মৃত্যুবরণ পর এখানে শবদেহ আনা হয়। আগে এখানে শবদেহ রোদের মধ্য দাহ করতে হতো। এখন এখানে ছায়ার জন্য শেড করা হয়েছে। এটাই মানুষ হিসেবে নৈতিক কর্তব্য। মানুষকে মানবিক হতে হবে, সে যে ধর্মেরই হোক না কেন।

 

শ্রীকৃষ্ণ বলেছে- দুষ্টের দমন সৃষ্টির পালন। এটা সকল ধর্ম গ্রন্থে বলা হয়েছে। দুষ্টু কারা আছে, তাদের সকলকে চিনেন। তাই অসৎ কাজ থেকে দূরে থাকবেন, সৎ কাজে নিয়োজিত হবেন।

তিনি বলেন, আমি একজন প্র‍্যাকটিক্যাল মানুষ, সবসময় কাজে বিশ্বাসী। আমি এখানে অনেকবার এসেছি। আমিতো সময় পেয়েছি মাত্র একবছর, কী কাজ করেছি তা নিরপেক্ষভাবে মূল্যায়ন করলে বুঝতে পারবেন, আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনাদের জন্য কাজ করেছি এবং কাজ করে যেতে চাই।

 

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদ উদ্যোগে ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী পার্বতী সুহৃদ মাতার তিরোধান দিবস বাৎসরিক মহোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category