পিরোজপুর-১ আসনে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের প্রার্থিতা বহাল থাকলো।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) ওই আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর করায় টিকে গেলেন আলমগীর হোসেন।
দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন।
এদিকে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, ঝালকাঠি-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী, চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরী, গাজীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, চট্টগ্রাম-২ আসনে খেলাফত মজলিসের আশরাফ বিন ইয়াকুব এবং নেত্রকোণা-৫ আসনে জামায়াতের প্রার্থী মাছুম
মোস্তফা।