শিরোনামঃ
মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিএনপি আমলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠেনি: মেয়র শাহাদাত
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেনেজুয়েলা ‘চালাবে’ যুক্তরাষ্ট্র, ঢুকবে মার্কিন তেল কোম্পানি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :: / ১২ Time View
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর দেশটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে।

 

ট্রাম্পের কথায়, আমরা চাই না অন্য কেউ ক্ষমতায় এসে আবারও আগের মতো পরিস্থিতি তৈরি করুক। তাই নিরাপদ, সঠিক ও বিচক্ষণ একটি রূপান্তর না হওয়া পর্যন্ত আমরা দেশটি চালাবো।

 

 

এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে।

 

নিউইয়র্কে নেওয়া হয়েছে মাদুরোকে

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় মাদুরোকে বহনকারী একটি প্লেন নিউইয়র্ক অঙ্গরাজ্যে অবতরণ করে। সিএনএন, ফক্স নিউজ ও এমএসএনবিসি প্রচারিত ফুটেজে দেখা যায়, নিউইয়র্ক সিটির উত্তর-পশ্চিমে প্রায় ৯৭ কিলোমিটার দূরে স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মাদুরোকে বিমানের ভেতর থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন।

 

 

দীর্ঘ চাপের পর অভিযান

মাদুরোকে আটক করার আগে কয়েক মাস ধরে তার সরকারের ওপর চাপ বাড়াচ্ছিল ওয়াশিংটন। এর মধ্যে ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী ট্যাংকার জব্দ, ক্যারিবীয় সাগরে কথিত মাদক পাচারকারী নৌযানে প্রাণঘাতী হামলাও ছিল। এসব হামলাকে মানবাধিকার সংগঠনগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছে।

 

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে।

 

তেল খাতে মার্কিন কোম্পানির প্রবেশ

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের খুব বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে। তারা ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করবে এবং দেশটির জন্য আয় সৃষ্টি করবে।

 

ট্রাম্পের দাবি, তার প্রশাসনের এই পদক্ষেপ ভেনেজুয়েলার জনগণকে ‘সমৃদ্ধ, স্বাধীন ও নিরাপদ’ করে তুলবে।

 

 

যুক্তরাষ্ট্রে বিচার মুখোমুখি মাদুরো

এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে, নার্কো-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র রাখা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র।

 

বন্ডি বলেন, তারা (মাদুরো ও তার স্ত্রী) শিগগির আমেরিকার মাটিতে, আমেরিকার আদালতে, আমেরিকান বিচারব্যবস্থার পূর্ণ কঠোরতার মুখোমুখি হবেন।

 

 

রয়টার্সকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্র জানিয়েছে, আগামী সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।

 

 

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category