বনজৌর চট্টগ্রাম বোট ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠান গত ৬ ডিসেম্বর চট্টগ্রামে এক জমকালো ও মর্যাদাপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সৌন্দর্য ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে নৌবাহিনী, সামাজিক অঙ্গন ও ক্লাব সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং চট্টগ্রাম বোট ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি তাঁর বক্তব্যে চট্টগ্রাম বোট ক্লাবের কার্যক্রম, ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নাদিয়া সুলতানা, প্রেসিডেন্ট, বিএনএফডব্লিউএ। তিনি বনজৌর পরিবারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভকামনা জানান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় COMCHIT এবং চট্টগ্রাম বোট ক্লাবের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রিয়ার অ্যাডমিরাল মোঃ মঈনুল হাসান। তাঁর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বোট ক্লাবের এক্সিকিউটিভ ক্লাব মেম্বার, সাধারণ সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
বনজৌর পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব পলাশ কান্তি দে। তিনি চট্টগ্রাম বোট ক্লাবের সঙ্গে বনজৌরের ভবিষ্যৎ সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে বনজৌর চট্টগ্রাম বোট ক্লাবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।