রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর ভষ্মীভূত হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাঙ্গুনিয়ার উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরিয়া এলাকার সৌদিয়া গেট নামক স্থানে এ অগ্নাকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলেন, রুবি আক্তার (৫৫) এবং জান্নাত (৫)।
তারা সম্পর্কে নানী-নাতনী।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকালে অগ্নিকাণ্ডে সুত্রপাত হয়। এতে ওই এলাকার ৭টি কাঁচা ঘর ও ১ টি সেমি পাকা ঘর ভষ্মিভূত হয়। অগ্নিকাণ্ডে জান্নাত ও রুবি নামে দুই জনের দগ্ধ হয়ে মারা যান।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সুত্রপাত হয়েছে বলে জানান তিনি।